ঘরেই তৈরী করুন বিট লিপবাম

  • তানজিলা আক্তার 
  • ফেব্রুয়ারি ১৩, ২০১৮

ঠোঁট কালো হয়ে যাচ্ছে এই অভিযোগ আজকাল অনেকেই করে। কারন বাইরে থেকে কেনা লিপজেল গুলো আমাদের ঠোঁট কালো করে দিচ্ছে। বাইরে থেকে কেনা লিপজেলগুলো অনেক বেশি ক্যামিকেল দিয়ে তৈরী। ঠোঁট গোলাপী করার লিপজেল নিজেই ঘরে তৈরী করে নিন। মাত্র দুই সপ্তাহে হোমমেড লিপজেল ব্যবহার করে আপনার ঠোঁট গোলাপী নয়, একদম লাল করে নিন। 

উপকরণ :

(১) বিটের রস ২ চা চামচ

(২) নারিকেল তেল আধা চা চামচ

(৩) অলিভ তেল আধা চা চামচ

যেভাবে তৈরী করবেনঃ তিনটি উপাদান একসাথে টুথপিক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে দিন। ২৪ ঘন্টা পর থেকে ব্যবহার করা শুরু করতে পারবেন। আর বিট লিমবাম ফ্রিজে রাখলে ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। 

যেভাবে ব্যবহার করবেনঃ ঠোঁট ভিজিয়ে চিনি দিয়ে স্ক্রাবিং করবেন প্রতিদিন একবার। বিট লিপবাম আপনি প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করবেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্যবহার করবেন। দুই সপ্তাহে ঠোঁটের কালো দাগ চলে যাবে। সাথে ঠোঁট হবে লাল রঙের।

Leave a Comment