আলাদা আইল্যাশ আর নয়!

  • তানজিলা আক্তার 
  • ফেব্রুয়ারি ১৩, ২০১৮

কোনো অনুষ্ঠান বা পার্টিতে গেলে আজকাল সব মেয়েই চোখে আইল্যাশ লাগায়। কত রকমের আইল্যাশ পাওয়া যায় বাজারে। চোখ গুলো দেখতে হরিণীর চোখের মতো লাগে, সবাই তাকিয়ে থাকে। কিন্তু তা কি আর সবসময় পরে থাকা যায়, একটা সময় খুলে রাখতে হয়। আচ্ছা কেমন হয় যদি আপনার চোখে আর আইল্যাশ না লাগাতে হয়, আর চোখের পাঁপড়িগুলো বড় হয়। আপনাদের তাহলে আজ জানাই চোখের পাঁপড়ি বড় করার গোপন পদ্ধতি।

যা যা লাগবেঃ

(১) অ্যালোভেরা জেল ২ চা চামচ
(২) আমন্ড বা বাদামের তেল ১ চা চামচ
(৩) ভিটামিন ই ক্যাপসুল ১ টি
(৪) পুরোনো মাশকারার খালি কন্টেইনার ১ টি

যেভাবে তৈরী করবেনঃ প্রথমেই মাশকারার খালি কন্টেইনারটি ভালো করে ধুয়ে ফেলুন। অন্য একটি পাত্র নিন, উক্ত পাত্রে অ্যালোভেরা জেল, বাদাম তেল আর ভিটামিন ই ক্যাপসুল একসাথে মিশিয়ে নিন, তারপর এই মিশ্রণটি খালি মাশকারার কন্টেইনারে ভরে নিন। এটি ফ্রিজে সংরক্ষণ করবেন।.

যেভাবে ব্যবহার করবেনঃ প্রতিদিন রাতে চোখ ভালো ধুয়ে, মাশকারা যেভাবে ব্যবহার করেন ঠিক সেভাবেই এটি ব্যবহার করবেন। খেয়াল রাখবেন যাতে চোখের ভিতরে না যায়। ১৫ দিনেই দেখবেন চোখের পাঁপড়ি আগের থেকে অনেক বড় হয়ে গেছে। 

Leave a Comment