কলার ফেসপ্যাক ত্বকে কেন ব্যবহার করবেন? জানুন উপকারিতাসহ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১৩, ২০২০

হাতের কাছে থাকা সহজলভ্য উপাদান দিয়েই ত্বকের যত্ন নেয়া সম্ভব। কলা এমন একটি ফল, যা সারা বছরই পাওয়া যায়। আর প্রায় সবার বাড়িতেই কলা কেনা হয়। এই উপকারী ফলটি দিয়ে নেয়া সম্ভব ত্বকের যত্ন। কলা দিয়ে তৈরি ফেসমাস্ক আপনার ত্বকের যত্নে ভীষণ উপকারী।

কলা দিয়ে ফেস মাস্ক তৈরি করতে যা লাগবেঃ

- ১টি ম্যাশড কলা,

- ১/২ চামচ লেবুর রস,

- ১ চা চামচ মধু।

যেভাবে তৈরি করবেনঃ একটি বাটিতে সব উপকরণ নিয়ে ভালোভাবে মেশান। এরপর ধীরেধীরে মুখে প্রয়োগ করুন। এটি ধোয়ার আগে কিছু সময়ের জন্য শুকিয়ে নিন। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাকটি সত্যিই ভালো কাজ করে, এটি ত্বককে নরম করে তোলে।

কলার ফেসপ্যাকের উপকারিতাঃ কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও রিঙ্কেল প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ব্রণের চিকিৎসা হিসেবেও উপযুক্ত।

Leave a Comment