গর্ভবতী মায়ের পেটের আকার দেখে কি বোঝা যায় বাচ্চা ছেলে নাকি মেয়ে?

  • তাসফিয়া আমিন
  • মার্চ ২৭, ২০২০
প্রচলিত আছে হবু মায়ের পেটের আকার দেখে নাকি বলে দেওয়া যায় সন্তান ছেলে হবে না মেয়ে ! গর্ভবতী মায়ের পেট যদি একটু নীচের দিকে গোল হয়ে একটা বলের আকারে ফুলে থাকে, তা হলে সন্তান ছেলে হয়। আবার, যদি হবু মায়ের পেট বেশ ছড়িয়ে প্রায় পেটের পুরো অংশ নিয়েই ফুলে ওঠে; তা হলে গর্ভস্থ সন্তান মেয়ে হয়।
 
এ কথার সত্যতা জানেন? জানুন সত্যিটা কী!
 
 
হবু মায়ের পেট কীভাবে বেড়ে উঠবে তা নির্ভর করে মায়ের পেটের পেশী, পেশীর দৃঢ়তা বা মায়ের পেটের আকারের ওপর।
 
যারা আগে “মা” হয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে, পেট নীচের দিকে এসেই ফুলে ওঠে। এর কারণ, তাদের পেটের পেশী আগে থেকেই শিথিল হয়ে থাকে।
 
গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে; এর ওপর নির্ভর করে হবু মায়ের পেটের আকারে কোনও পরিবর্তন হয় না। এটা একটা কুসংস্কার।

Leave a Comment