আমাদের জীবনে বোনের বন্ধন ও বন্ধুত্বের তুলনা হয়না!

  • কামরুন নাহার স্মৃতি
  • মার্চ ৫, ২০২০

যত ঝগড়াই বা মনমালিন্য হোক, দিনশেষে বোনই আপনার নির্ভরশীলতা, সবচেয়ে কাছের বন্ধু। বোনের বন্ধন ও বন্ধুত্বটাই অন্যরকম যেখানে রাগ, অভিমান, খুনশুটিসহ থাকবে অনুভূতির সংমিশ্রণ। ভুল করলে শাসন করবে এবং বিপদে সবার আগে এগিয়ে আসবে। বোনের বন্ধন অটুট রাখার কিছু উপায় তুলে ধরা হলো...

১. সম্পর্কের বিশ্বস্ততা ধরে রাখাঃ বোন হিসেবে আপনি হচ্ছেন সিক্রেট বক্স। আপনাকে বোনের সকল কথার বিশ্বস্ততা রাখতে হবে। আপনি আপনার বোনকে বোঝান সারাজীবন আপনাদের সম্পর্ক ঠিক থাকবে।

২. সহানুভূতির সাথে পাশে থাকাঃ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে বোন হিসেবে আপনার উচিত বোনের বিপদে সহানুভূতির সাথে পাশে থাকা।

৩. অনুপ্রেরণা দিনঃ কোন কাজে মনোনিবেশ করলে সে যেন সফল হয়ে সেভাবে অনুপ্রেরণা দিন। তার আত্নবিশ্বাস গড়ে তুলতে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তার মধ্যে কোনরকম সংশয় থাকলে তাকে সময় দিন, কথা বলুন, তাকে মানসিকভাবে সহায়তা করুন।

৪. ভালোবাসা প্রদর্শন করুনঃ ভালোবাসা দেখানো না গেলেও বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলুন। তার পছন্দ, অপছন্দের বিষয় খেয়াল রাখুন। মাঝেমাঝে হুট করেই 'ভালোবাসি' বলে চমকে দিন।

Leave a Comment