অ্যালোভেরার শরবত 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ফেব্রুয়ারি ১১, ২০১৮

উপকরণ: 

(১) ঘৃতকুমারী বা অ্যালোভেরা ১টি
(২) পানি ১ গ্লাস
(৩) মধু ১ চা-চামচ
(৪) বিট লবণ 
(৫) কাঁচা মরিচ 

প্রণালি: ঘৃতকুমারীর ( এর জেল বা শাস চামচ দিয়ে বের করে আনুন।) ভেতর থেকে শাঁস নিয়ে পানি, মধু,বিট লবন,কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে ব্লেন্ড করুন। আপনার পছন্দ মত টেস্ট চেঞ্জ করতে পারেন। কাঁচা মরিচের বদলে লেবু আর গোল মরিচ এর গুড়া দিতে পারেন।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment