সুন্দরবনের হিরণ পয়েন্ট!

  • রেজবুল ইসলাম 
  • ফেব্রুয়ারি ১৩, ২০১৮

হিরণ পয়েন্ট, সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য। এর আরেক নাম নীলকমল। প্রমত্তা কুঙ্গা নদীর পশ্চিম তীরে, খুলনা রেঞ্জে এর অবস্থান। হিরণ পয়েন্ট ইউনেস্কো ঘোষিত অন্যতম একটি বিশ্ব ঐতিহ্য। নীলকমলের ভাঙা জেটিতে ফিরতে বেশি সময় লাগলো না। এই নীলকমল নদীকে কেন্দ্র করেই তো গড়ে উঠেছে হিরণ পয়েন্ট পর্যটন এলাকা। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থাপন করা একটি ভিত্তিফলকও রয়েছে এখানে। আর নীলকমলের ওপাড়ে রয়েছে দেড় কিলোমিটার দীর্ঘ আর একটা ট্রেইল, আর একটা ওয়াচ টাওয়ার।  
 
হিরণ পয়েন্ট একটি অভয়ারণ্য হওয়ায় এই স্থান অনেক বাঘ, হরিণ, বানর, পাখি এবং সরিসৃপের নিরাপদ আবসস্থল। সুন্দরবন এলাকায় রয়েল বেঙ্গল টাইগার দেখার অন্যতম একটি স্থান হলো এই হিরণ পয়েন্ট। এখানে দেখা পাওয়া যায় চিত্রা হরিণ, বন্য শুকরের; পাখিদের মধ্যে আছে সাদা বুক মাছরাঙা, হলুদ বুক মাছরাঙা, কালোমাথা মাছরাঙা, লার্জ এগ্রেট, কাঁদা খোঁচা, ধ্যানী বক প্রভৃতি। এছাড়া আছে প্রচুর কাঁকড়ার আবাস। আর আছে রঙ-বেরঙের প্রজাপতি। হিরণ পয়েন্টের পাশেই কেওড়া সুতি। এখানে না গেলে যেন ভ্রমণের অপূর্ণতাই থেকে যায়। বনের ভেতর কাঠের পাটাতনের ব্রিজ, এরপর অনেকদূর পর্যন্ত মাটির রাস্তা

কিভাবে যাওয়া যায়: নদী পথে : খুলনা লঞ্চঘাট খেকে লঞ্চযোগে সুন্দরবনের হিরণপয়েন্ট যাওয়া যাবে। রাতে ও সকালে লঞ্চ রয়েছে।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment