জেনে নিন কোন পোশাকে কেমন নেইলপলিশ মানানসই!

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • মার্চ ৫, ২০১৮

নারীদের সাঁজগোজের একটা বড় অংশ জুড়ে থাকে নখ। চমৎকার মেকআপ আর পোশাকের সবটাই ভেস্তে যেতে বাধ্য যদি আপনার হাতটি না হয় ঠিক একই রকম সুন্দর আর মানানসই। আর তাই নখের সৌন্দর্য বাড়াতে বেশ বড় রকমের ভূমিকা রাখে যে জিনিসটি সেই নেইলপলিশ নিয়েই কিছু টিপস দেয়া গেল। জেনে নিন কোন রঙের পোশাকের সঙ্গে কোন রংয়ের নেইলপলিশ ব্যবহার করতে পারেন আপনি। লাল রঙ এর নেইলপলিশ ছোট-বড় সবার কাছেই বেশ পছন্দের। আর এই পলিশটা আপনার নখে মানানসইভাবে লাগাতে পারেন যে কোনো ধরনের কালো রঙের পোশাকের সঙ্গে। সেটা শার্ট হোক, অথবা কামিজ। সবধরনের কালো রঙের পোশাকের সঙ্গেই বেশ আকর্ষণীয়ভাবে মানিয়ে যায় লাল নেইলপলিশ।
 
(১) জিন্সের পোশাকের সঙ্গে দেখতে বেশ চমৎকার লাগে লাল রঙের নেইলপলিশ।
 
(২) সাদা রঙের পোশাকের সঙ্গেও বেশ মানিয়ে যায় লাল রংয়ের নেইলপলিশ। তবে অতিরিক্ত সাদার ব্যবহার থাকলে অবশ্য লাল রঙটা না ব্যবহার করাই ভালো।
 
(৩) কালো, ধূসর অথবা সাদা- যেকোন রঙের সঙ্গেই মানিয়ে যায় নিয়ন গোলাপী রংয়ের নেইলপলিশ।
 
(৪) অস্বচ্ছ গোলাপী রঙের নেইলপলিশ মানিয়ে যায় যে কোন পোশাকের সঙ্গেই।
 
(৫) গোলাপী রঙটা আর সব রঙের সঙ্গে মানিয়ে গেলেও লাল অথবা খুব বেশি উজ্জ্বল রঙের পোশাকের ক্ষেত্রে এটি না ব্যবহার করাই ভালো।
 
(৬) প্যাস্টেল রঙের কাপড় পরলে সঙ্গে নীল রঙের নেইলপলিশ ব্যবহার করা যেতে পারে।
 
(৭) সোনালী ও রুপালী রংয়ের পোশাকের সঙ্গে ব্যবহার করুন হালকা নীল বা আকাশী রংয়ের নেইলপলিশ।
 
(৮) সাদা, নীল ও উজ্জ্বল রঙের ক্ষেত্রেও আপনার পছন্দের বেলায় রাখতে পারেন নীল রঙের নেইলপলিশকে।
 
(৯) উজ্জ্বল ধূসর রঙের পোশাকের সঙ্গে নখে ব্যবহার করতে পারেন হলুদ রংয়ের নেইলপলিশ।
 
(১০) সাদা রঙের পোশাকের সঙ্গেও পরতে পারেন হালকা হলুদ রংয়ের নেইলপলিশ।
 
(১১) সোনালি রঙের সঙ্গে মিলিয়ে নখে লাগাতে পারেন কালো রঙের নেইলপলিশ।
 
(১২) রুপালির রংয়ের সঙ্গে বেশ মানিয়ে যায় কালো নেইলপলিশ। তবে কেবল সোনালি বা রুপালি না, কালো রঙয়ের নেইলপলিশ আপনি পরতে পারেন সব রঙয়ের পোশাকের সঙ্গেই।

তথ্য এবং ছবি : গুগল  

Leave a Comment