বাসায় তৈরী করুন শুষ্ক ত্বকের নাইট ক্রিম

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ১০, ২০১৮

আমরা সবাই চাই আমাদের ত্বক একটু সুন্দর, কোমল ও মসৃণ থাকুক। কিন্তু এই সুন্দর, কোমল ও মসৃণ ত্বক কি এমনি এমনি পাওয়া যায়? না, অবশ্যই না। এমন ত্বক পাওয়ার জন্যে যত্ন দরকার। কথায় আছে যত্ন করিলে রত্ন মিলে। আসলেই তাই। আমরা সবাই জানি আমাদের একেকজনের ত্বক একেকরকম। কারো খুব শুষ্ক, কারো খুব তেলতেলে, কারো একদমই সেনসিটিভ।

শুষ্ক ত্বকে খুব বেশি জ্বালা। শুষ্ক ত্বকে খুব দ্রুতই বলিরেখা পরে, আর ত্বকের দাগও সহজে যায়না। শুষ্ক ত্বকে ভালো একটা নাইট ক্রিম ব্যবহার করলে এইসব সমস্যা আর হয়না, আর ত্বকের শুষ্কতাও দূর হয়ে যায়। কিন্তু ভালো নাইট ক্রিম কিনতে গেলে দেখা যায় হতাশ হতে হয়। চারিদিকে কেমিক্যাল আর নকলের ছোঁয়া। তাই এত চিন্তা না করে নিজের শুষ্ক ত্বকের নাইট ক্রিম নিজেই তৈরী করে নিন।

যা যা লাগবেঃ

- অ্যালোভেরা জেল ৩ চা চামচ

- নারিকেল তেল ১ চা চামচ

- ভিটামিন ই ক্যাপসুল

পদ্ধতিঃ
 
- তিনটি উপাদান একসাথে একটি পাত্রে নিবেন, একটি চামচের সাহায্য পুরো দুই মিনিট ভালো করে ফিটবেন।

- যেকোনো এয়ারটাইট কৌটায় সংরক্ষণ করবেন।

- ফ্রিজে রেখে সর্বোচ্চ ১৫ দিন ব্যবহার করতে পারবেন।

ব্যবহারবিধিঃ প্রতিদিন রাতে খুব ভালো করে মুখ ধুয়ে নিবেন। তারপর হোমমেড নাইট ক্রিম হালকা হাতে ম্যাসাজ করে নিবেন। সারারাত এটি মুখে থাকবে। সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন। সাতদিনেই পরিবর্তন বুঝতে পারবেন।

 

Leave a Comment