বসন্তে ফাল্গুনী শাড়ি

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • ফেব্রুয়ারি ১৪, ২০১৯

ফাল্গুন মানেই তো রঙের ছোঁয়া। প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও লাগে সে রং। এই দিনে নারীদের পছন্দের পোশাক হলো শাড়ি। কিন্তু কেমন হবে শাড়ির রং, ডিজাইন তা নিয়ে চিন্তায় আছেন অনেকে।

প্রথমেই গায়ের রং অনুযায়ী শাড়ি রং বাছাই করতে হবে। যাদের রং একটু উজ্জ্বল তারা মাস্টার্ড ইয়েলো, ডার্ক ইয়েলা আর খুব হালকা হলুদ রঙের শাড়ি পড়তে পারেন।

আবার শ্যাম রঙের ত্বক হলে পড়তে পারেন লেমন ইয়েলোর মতো উজ্জ্বল হলুদ রঙের শাড়ি। আর যদি ত্বকের রং চাপা হলে তাহলে ভাল লাগবে নিয়ন ইয়েলো বা সোনালি ঘেঁষা রং।

যদিও এখনো ভ্যাপসা গরম পড়েনি, তাই সুতি আর লিনেনের বাইরেও ফ্যাব্রিক শাড়ি পড়তে পারেন। আর ব্লাউজের ক্ষেত্রে একেবারে মিলিয়ে না পড়াই ভাল। যেকোনো হলুদ রঙের শাড়ির সাথে সবুজ, লাল, ম্যাজেন্টা, বেগুনি, সোনালি, গোলাপি, নীল, সাদা, গ্রে, কমলা ইত্যাদি রঙের একটি ভারি কাজ করা ব্লাউজ সুন্দর মানাবে।

এই দিন হলুদ রঙের প্রাধান্যই বেশি থাকে। তাই চুলেও থাকবে হলুদ গাঁধা ফুল, সূর্যমুখী, হলুদ ক্রিসেন্ট বা কমলা-হলুদের মিশেলে যে কোনো ফুল। আবার ফুলের গহনাতেও আপনাকে ফাল্গুনের সকালে বেশ ফ্রেশ লাগবে।

টি/আ

Leave a Comment