ত্বকের যত্নে মসুর ডালের ফেসপ্যাক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ৯, ২০২২

ত্বকের যত্নে মসুর ডাল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি যেমন ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে, তেমনি ত্বক রাখে নরম ও মসৃণ। জেনে নিন মসুর ডালের কিছু ফেসপ্যাক সম্পর্কে..

ত্বকের মরা চামড়া দূর করতে: মসুর ডাল বাটার সঙ্গে পরিমাণমতো তরল দুধ মিশিয়ে বানিয়ে নিন এই প্যাক। মিশ্রণটি ঘষে ঘষে ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন পানি দিয়ে। ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে।

আরো পড়ুনঃ বাড়তি খরচে সঞ্চয় করতে পারছেন না? অভ্যাসে পরিবর্তন আনুন

শুষ্ক ত্বকের যত্নে: মসুর ডাল বাটার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।

ত্বকের কালচে দাগ দূর করতে: মসুর ডাল বাটার সঙ্গে পরিমাণমতো পানি বা শসার রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে ঝকঝকে ও উজ্জ্বল।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment