নিমিষেই ত্বক উজ্জ্বল করবে আইস কিউব

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ৮, ২০২২

সূর্যের প্রখর তাপ, দূষণসহ বিভিন্ন কারণে ত্বক হয়ে পড়ে নির্জীব। এছাড়া ত্বকের উপর মরা চামড়া স্তর জমে বিবর্ণ দেখায় চেহারা।

ওটমিল ও দুধের তৈরি আইসক্রিম ত্বকে ঘষে নিলে ঝটপট উজ্জ্বল দেখাবে ত্বক। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে চমৎকার কার্যকর ওটমিল।

ওটমিল ও দুধ কেন ব্যবহার করবেন ত্বকে?

- প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ওটমিল ত্বকের যত্নে অনন্য। ত্বক টানটান রাখতে সাহায্য করে এটি।

- প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ওটমিলের জুড়ি নেই। এটি ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে সক্ষম।

- দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বকের যত্ন নেয়। ত্বকের শুষ্কতা দূর করে এটি।

- ত্বকের অতিরিক্ত তেল তেল ভাব কমাতে সাহায্য করে ওটমিল।

- দুধে থাকা ম্যাগনেসিয়াম ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।

আরো পড়ুনঃ পুষ্টিগুণে ভরপুর চিয়া বীজ, কীভাবে খাবেন জানুন

- ত্বকে থাকা প্রাকৃতিক তেল ধরে রেখেই ত্বক পরিষ্কার করে ওটমিল।

যেভাবে বানাবেন ওটমিল ও দুধের আইসক্রিম:

১ টেবিল চামচ ওটমিল, ২ টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর মিহি পেস্ট বানিয়ে আধাকাপ দুধের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি বরফের ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিন সারারাত।

পরদিন পানি দিয়ে ধুয়ে মুখে বরফের টুকরা ঘষুন। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে যাওয়ার সময় দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment