তৈলাক্ত ত্বক? ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন সানস্ক্রিন লোশন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ৯, ২০২২

ঘরোয়া উপায়ে সহজেই বানিয়ে নেওয়া যায় সানস্ক্রিন লোশন। সানস্ক্রিন শুধুমাত্র অতিবেগুনি রশ্মির হাত থেকেই ত্বককে রক্ষা করে না, বরং ব্রণ, অ্যাকনের হাত থেকেও ত্বককে বাঁচায়। আসুন জেনে নেই, ঘরোয়া উপায়ে সানস্ক্রিন লোশন বানানোর উপায়...

১. তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন লোশন তৈরি করতে অর্ধেক কাপ অ্যালোভেরা জেল, অর্ধেক কাপ নারকেল তেল, ২ থেকে ৪ চামচ জিঙ্ক অক্সাইড পাউডার, এক কাপ শিয়া বাটার, ৩০ ফোঁটা ওয়ালনাট অয়েল নিন।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় আয়োডিনের ঘাটতি হলে শিশুর যেসব সমস্যা দেখা যায়

২. এবার একটি পাত্রে নারকেল তেল, শিয়া বাটার, ওয়ালনাট অয়েল একসাথে নিয়ে গরম করতে হবে। শিয়া বাটার যেন ভালো ভাবে গলে সেদিকে খেয়াল রাখতে হবে।

৩. শিয়া বাটার ভালো ভাবে গলে গেলে গ্যাস বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট সময় রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য।

৪. মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে অ্যালোভেরা জেল এবং জিঙ্ক অক্সাইড মেশান।

৫. সব উপকরণ ভালো করে মিশে গেলে তা একটি মুখ ঢাকা পাত্রে রেখে দিতে পারেন। বাইরে বের হওয়ার সময় বা রান্নার কাজে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন।

৬. রোদে বের হওয়ার ৩০ মিনিট আগে এই মিশ্রণ ত্বকে ব্যবহার করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment