চুল পড়া রোধ করবে আইস কিউব

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ১৬, ২০২২

প্রচন্ড গরমের এই সময় মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে এমন কিছু উপাদান ব্যবহার করুন চুলের যত্নে।

যা যা লাগবেঃ
- ২ চা চামচ মেথি,
- চাল ভেজানো পানি ২ কাপ,
- রোজমেরি তেল।

যেভাবে বানাবেনঃ
মেথি ও চাল ২ কাপ পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে ছেঁকে পানিটুকু আলাদা করে ৫ ফোঁটা রোজমেরি তেল মিশিয়ে নিন।

আরো পড়ুনঃ সাদা স্রাব নিয়ে দুঃশ্চিন্তা !

মিশ্রণটি বরফ জমানোর ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ জমে গেলে মাথার ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে পানি দিয়ে ধিয়ে ফেলুন চুল।

কেন ব্যবহার করবেন?

- নিয়মিত ব্যবহারে রক্ত সঞ্চালন বাড়ে, যা দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে৷

- প্রতিদিন শ্যাম্পু করা সম্ভব না হলে এই আইস কিউব ব্যবহার করতে পারেন।

- তেলতেলে খুশকি থেকে রেহাই মিলবে।

- মাথার ত্বকের ব্রণ প্রতিরোধ করবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment