চুল পড়া রোধ ও চুল গজাতে সাহায্য করে কফি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২৯, ২০২২

চুল ঘন ও মসৃণ করে এবং চুল পড়া রোধ করে কফি। নতুন চুল গজাতেও সাহায্য করে। চুলের রঙ হিসেবেও ব্যবহার করতে পারেন কফি। কফি দিয়ে চুল ধুয়ে নিলে তা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

প্যাক বানাবেন যেভাবে: প্রথমে ২ টেবিল চামচ গ্রাউন্ড কফি ও ১ কাপ পানি নিন। এবার এক কাপ কফি তৈরি করে তা ঠান্ডা হতে দিন। মাথায় ভালো করে শ্যাম্পু করে মাথা মুছে নিন। চুলে অতিরিক্ত পানি যেন না থাকে।

আরো পড়ুনঃ বেগুন দিয়ে ছোট মাছ 

এরপর মাথার ত্বকে এবং চুলে ঠান্ডা কফি ঢালুন। ৫ মিনিট হালকা ম্যাসেজ করুন। ৩০ মিনিট চুল ঢেকে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন।

দ্রুত ফলাফল পেতে সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment