জবা ফুলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ৫, ২০২৩

ত্বক সুন্দর ও উজ্জ্বল করতে জবার ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। আসুন আজ জেনে নেই ত্বকের যত্নে জবা ফুলের অসাধারণ কিছু ব্যবহার...

১. ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও বলিরেখা দূর: জবাফুল রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। তিন চামচ জবাফুলের গুঁড়ো, চার চামচ টক দই ও এক চামচ চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। জবাফুল ত্বকের বলিরেখা দূর করে ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।

লাল জবার পাপড়ি রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন। প্রতিদিন দুধ না হয় কমলার রসের সাথে মিশিয়ে মুখে লাগান। মুখের উজ্জ্বলতা বাড়বে ও বলিরেখা দূর হবে।

আরো পড়ুনঃ বাচ্চাকে দিন লেমন চিকেন অ্যান্ড রাইস

২. শুষ্ক ত্বকের নিরাময়ে: নারিকেল তেল বা তিলের তেলের সঙ্গে জবার পাপড়ি জ্বাল দিন। এরপর ঠাণ্ডা হলে শুষ্ক ত্বকে লাগান। এটি শুষ্ক ত্বকের নিরাময় করে এবং যেকোনো ধরনের ফাটা দূর করে।

৩. ত্বকে টক্সিন ও অতিরিক্ত তেল কমায়: সপ্তাহে ২ থেকে ৫ দিন ৬টি জবার পাপড়ি পেস্ট করে এর সঙ্গে চালের গুঁড়ো ও পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করুন। এই প্যাকটি সব ধরনের ত্বকের টক্সিন ও অতিরিক্ত তেল থেকে মুক্তি দেয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment