ঠোঁট সুন্দর রাখতে চান ? মেনে চলুন কিছু নিয়ম 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ২৭, ২০১৮

শুধু শীতকালেই নয়, বরং ঠোঁট কালো হয়ে যাওয়া এবং ফাটা ঠোঁটের সমস্যা এখন নিত্যনৈমিত্তিক ব্যপার। অনেকেই ভাবেন যে, বেশি পরিমাণ পানি পান করলেই সমস্যার উপশম মিলবে। কিন্তু আদতে শুধু পানি পান করলে উপশম মেলে না। চলুন জেনে নেয়া যাক কিভাবে মুক্তি মিলবে এই বিড়ম্বনা থেকে-

- মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগান। উপকার পাবেন কয়েক দিনের মধ্যেই।

- সাদা চিনি অথবা খাওয়ার ব্রাউন সুগারের সঙ্গে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে ঘষে নিন। ফল পাবেন চটজলদি।

- শুধু ত্বকেরই নয়, ঠোঁটের কালো ভাব দুর করতে আলুর রসের জুড়ি মেলা ভার।

- সিয়া বাটার এবং কোকা বাটারের নির্যাস যুক্ত লিপ বাম ব্যাবহার করুন।

- ঠোঁটের কালো ভাব দুর করতে বেদানা এবং বীটের রসও খুবই কার্যকরী।

- এসপিএফ ৩০ এবং জিঙ্ক অক্সাইড যুক্ত লিপ প্রটেকটর বা লিপ সানস্ক্রিন লাগালেও উপকার পাবেন।

- বরফের টুকরোয় কয়েক ফোঁটা আমন্ড অয়েল লাগিয়ে ঠোঁটে ঘষে নিন। এতে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ঠোঁটের উজ্জলভাব ফিরিয়ে আসবে।

- নিয়মিত ভিটামিন সি ক্যাপসুল খেলেও কালো ঠোঁটের সমস্যা মিটবে।

- কমলা লেবু, ব্রোকোলি, আনারস, স্ট্রবেরি, ফুলকোপি, অঙ্কুরিত শস্য, আম, পেঁপে প্রভৃতি ফল এবং সবজিতে উপস্থিত উপাদানও ঠোঁটের নমনীয়ভাব ফিরিয়ে আনতে খুবই সাহায্য করে।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment