সবার মুখের ব্রণ কি এক?

  • রেজবুল ইসলাম 
  • এপ্রিল ২, ২০১৮

প্রায় সবাই ব্রণ সম্পর্কে জানে। আর এটা বেশিরভাগ মানুষ "ব্রেকআউট" সম্পর্কে শুনতে পারে, কিন্তু এই সবসময় একটি সঠিক বিবরণ নয়। সব ধরনের ব্রণ ত্বকে ছড়িয়ে পড়ে না।

ব্রণের কারণ এইগুলি হতে পারে:

- তেলের অতিরিক্ত উৎপাদন (sebum) 

- ব্যাকটেরিয়া

- হরমোন

- মৃত চামড়া কোষ

- চুল

ব্রণ সাধারণত শুরু হয় কিশোর বয়সে হরমোনাল চেঞ্জ এর কারণে কিন্তু মধ্যবয়সেও মেয়েরা ব্রণ সমস্যায় ভুগতে পারে। এটি ধরা যেতে পারে একটি চর্ম রোগ। আপনি যে ধরনের ব্রণের সম্মুখীন হন তা শনাক্তকরণ সফল চিকিৎসার চাবিকাঠি। ব্রণ অনিয়ন্ত্রিত বা প্রদাহজনক হতে পারে। এই দুটি বিভাগের মধ্যে ব্রণ এর উপপাত অন্তর্ভুক্ত:

- Blackheads

- Whiteheads

- Papules

- Pustules

- Nodules

- Cysts

এমন না যে একজনের শুধু এক ধরণেরই ব্রণই হবে। একজনের একসাথে দুই ধরণের ব্রণও হতে পারে। 

এখন কী করা যেতে পারে? 

ব্রণ সমস্যা অনেকের ভয়াবহ আকার ধারণ করে। তাই ব্রণ সফল চিকিৎসা করাতে গেলে ধৈর্য ধরতে হবে। হুটহাট নিজের মতো যে কোন ক্রিম মুখে না লাগানোই ভালো। আপনার ব্রণের ধরণের উপরে আসলে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্যামিকেল দেয়া ক্রিম অনেক সময় মুখের ত্বকের ক্ষতিও করতে পারে তাই এ সমস্যায় একজন চর্ম ডাক্তারের পরামর্শ বা অভিজ্ঞদের পরামর্শ নেয়া ভালো।

Leave a Comment