নারিকেল দুধে চুল ও স্কাল্পের যত্ন

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ৪, ২০১৮

নারিকেল আমাদের দেশে সসহজলভ্য। আমরা নারিকেলের পিঠা খাই। নারিকেলের পানি অনেক মজাদার ও স্বাস্থ্যকর। আমরা সবাই কমবেশি নারিকেলের দুধ কি তা জানি। নারিকেল চিপে বা ব্লেন্ড করার পর যে সাদা আঠালো রস বের হয় সেটাই হলো নারিকেলের দুধ খাওয়া ছাড়াও নারিকেল দুধে চুলচর্চা করা যায়। নারিকেল দুধে যেভাবে চুল ও স্কাল্পের যত্ন করা যায়ঃ

ড্যামেজ হেয়ার ট্রিটমেন্টঃ অনেকের চুল অল্পতেই খুব ড্যামেজ, রুক্ষ শুষ্ক হয়ে যায়। সপ্তাহে ২দিন গোসলের আগে নারিকেল দুধ স্কাল্পে ম্যাসাজ করলে চুল মসৃণ ও ময়েশ্চার হয়।

চুল পরা কমানো ও নতুন চুল গজানোঃ নারিকেল দুধ সপ্তাহে মাথায় তিনদিন তেলের মতো করে দিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলে চুল পরা কমে যায় আর নতুন চুল গজানো শুরু করে।

Leave a Comment