চুল ঝরা কমাতে চাচ্ছেন?সিল্কি চুল আশা করছেন?  

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ৯, ২০১৮

ব্যস্ততম এই শহরে আমরা সবাই ব্যস্ত। কিন্তু তারপরও এত ব্যস্ততার মাঝেও আমরা চাই নিজেকে একটু ভালো রাখতে আর অন্যদের মাঝে নিজেকে একটু সুন্দর করে উপস্থাপন করতে। চুল পরিষ্কার করার জন্যে আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করি। তবে চুল আরো সুন্দর করে পরিষ্কার করার একটি নতুন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। 

যা যা লাগবেঃ এক চা চামচ চিনি ও শ্যাম্পু (আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন) 

পদ্ধতিঃ চিনি ও শ্যাম্পু একসাথে মিক্সড করে আপনার মাথায় ঘষে ঘষে শ্যাম্পু করবেন। তারপর খুব ভালো করে ধুয়ে ফেলবে যাতে চিনির কোনো দানা না থাকে। তারপর স্বাভাবিক নিয়মে কন্ডিশনার ব্যবহার করুন।

যেসব উপকার পাবেনঃ

- চিনি আপনার চুলে স্ক্রাবের কাজ করবে। 

- মাথার ত্বকের মরা চামড়া ও খুশকি দূর হবে।

- চুল সিল্কি ও ঝলমলে হবে।

- মাথার রক্ত সঞ্চালন ভালো হবে এবং চুল পরা কমবে।

 

Leave a Comment