সুন্দর ও উজ্জ্বল পা পেতে চাইলে আপনার করণীয়!

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ১১, ২০১৮

নানা ব্যস্ততার মধ্যেও আমরা নিজেদের একটু সুন্দর করে উপস্থাপন করতে চাই। কিন্তু অবসর পেলেই আমরা শুধু চুল ও মুখের যত্নই করি। আমাদের পা দুটোর দিকে আমরা তেমন খেয়াল করিই না বলতে গেলে। ফলাফল সরূপ আমাদের পা দিনদিন কালো হয় ও উজ্জ্বলতা হারায়।
সুন্দর পা আমাদের সৌন্দর্যের একটি অংশ। আমরা সবাই চাই আমাদের পা একটু উজ্জ্বল ও কোমল হোক। কিন্তু শুধু চাইলেই কি হবে? না, হবে না। সেই পায়ের যত্নও নিতে হবে। পায়ের যত্ন নেয়ার দুটি ধাপঃ ১. পেডিকিউর ২. প্যাক।

পেডিকিউর যেভাবে করবেনঃ পেডিকিউর করতে একটি বড় বোলে কুসুম গরম পানি নিবেন, তাতে ১ টেবিল চামচ শ্যাম্পু ও ১ চা চামচ লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখবেন ১৫ মিনিট। তারপর বাতিল ব্রাশ দিয়ে একটু ঘষে নিবেন। হয়ে গেলো পেডিকিউর।

প্যাকঃ যেকোনো প্যাক আপনি পায়ে লাগাতে পারেন। তবে টকদই আর হলুদ গুঁড়া মিশিয়ে পায়ে ১৫মিনিট লাগিয়ে রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেডিকিউর ও প্যাক সপ্তাহে দুবার লাগান, এতেই আপনার পা এক মাসেই সুন্দর হয়ে উঠবে।

Leave a Comment