চুলের আগা ফাটা রোধ করুন এখনই 

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ১১, ২০১৮

চুলের আগা ফেটে যায় এই অভিযোগ বাংলাদেশের অধিকাংশ নারীর। আর এই চুলের আগা ফেটে যাওয়ার কারনেই আমাদের চুল লম্বা হয় না। কিন্তু আমাদের চুলের আগা যদি না ফাটে বা কম ফাটে তবে আমাদের চুল তরতর করে বেড়ে উঠবে। চুলের আগা ফাটা রোধে যা যা করণীয়ঃ

- চুলে দুইদিন পর পর শ্যাম্পু করা।

- চুল একমাস পর পর ট্রিম করা।

- চুল বেঁধে ঘুমানো।

- চুলে কোনোরকম রিবন্ডিং, কালার, হিট না দেয়া।

- চুলে হেয়ার ড্রায়ার না ব্যবহার করা।

- চুলে সপ্তাহে দুইদিন তিলের তেল দেয়া। 

- চুলের ধরন অনুযায়ী সপ্তাহে একদিন প্যাক দেয়া।

- মাঝেমাঝে রাতে ঘুমানোর আগে চুলের আগায় ভ্যাসলিন দেয়া। 

- প্রতিদিন দুইটি ডিম ও এক গ্লাস দুধ খাওয়া

Leave a Comment