রোদের পোড়া ভাব নিমিষেই দূর করবে আইসকিউব

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ১২, ২০১৮

ব্যস্ততম এই শহরে আমরা দিনের অনেকটা সময় রোদে ঘোরাঘুরি করে কাটাই। বন্ধুর সাথে আড্ডা কিংবা জ্যামে বসে থাকা কিংবা হেঁটেই বাড়ি ফেরা, অনেক কাজেই রোদ আমাদের মাথার উপরই থাকে। রোদের তাপে গরম তো লাগেই, সাথে রোদ আমাদের সুন্দর উজ্জ্বল ত্বকটাকে পুড়িয়ে দিয়ে একটা পোড়া ভাব এনে দেয়, আর তাতে আমাদের সৌন্দর্য চাপা পরে যায়, আমরা হই হতাশ। কিন্তু এখন প্রতিদিন একটি আইসকিউব মুখে ঘষেই আপনি আপনার উজ্জ্বল ত্বক ধরে রাখতে পারবেন।

যা যা লাগবেঃ

- অ্যালোভেরা জেল ৫ চা চামচ

- টমেটো রস ১০ চা চামচ

- নারিকেল তেল ২ চা চামচ

পদ্ধতিঃ সবগুলো উপাদান খুব ভালো মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি ফ্রিজের আইসকিউব বক্সে রেখে দিন। এটি ১৫ দিন পর্যন্ত ভালো থাকবে। প্রতিদিন বাইরে থেকে এসে একটি আইসকিউব নিয়ে আপনার মুখে ভালো করে ঘষুন, এছাড়াও আপনি চাইলে ঘাড়ে, হাতে, পায়েও ঘষতে পারবেন। এতে করে রোদে পোড়া দাগ তো উঠবেই, সাথে ত্বক হবে কোমল, নমনীয় ও উজ্জ্বল।
 

Leave a Comment