বাসায় তৈরী করুন তৈলাক্ত ত্বকের জন্য নাইট ক্রিম

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ১৩, ২০১৮

অনেক ব্যস্ততার মাঝেও আমরা নিজেদের সবার কাছে একটু সুন্দর করে উপস্থাপন করতে চাই। সারাদিন অনেক রোদ, ধুলা-বালি, দূষণে আমাদের ত্বক হয় মলিন ও অনুজ্জ্বল। তাই দিনশেষে একটু যত্ন হিসেবে আমরা ব্যবহার করতে পারি একটি ভালো, মানসম্মত নাইট ক্রিম। কিন্তু কোথায় পাবো এই নাইট ক্রিম? চারিদিক তো নকল আর ভেজালে ভরপুর। আমাদের দেশের বেশিরভাগ মানুষের তৈলাক্ত ত্বক। এই তৈলাক্ত ত্বকের যত্নে নাইট ক্রিম আবশ্যক।

যা যা লাগবেঃ

- অ্যালোভেরা জেল ৪ চা চামচ

- বাদাম তেল ২ চা চামচ

- গোলাপ পাপড়ির রস ১ চা চামচ

পদ্ধতিঃ অ্যালোভেরা জেল আর বাদাম তেল একসাথে মিশিয়ে একটি চামচ দিয়ে ভালো করে ফিটে নিতে হবে। যতক্ষণ না সাদা রঙ ধারণ করে। এবার ঐ মিশ্রণটির সাথে গোলাপ পাপড়ির রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। ফ্রিজে রেখে এটি ১৫ দিন ব্যবহার করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেনঃ ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর নাইট ক্রিম ভালো করে ম্যাসাজ করে ব্যবহার করুন। সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিবেন।

যেসব উপকার পাবেনঃ

- ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে।

- ত্বকে দাগ থাকবেনা। 

- ত্বকের পোর সংকুচিত হবে।

- টান ভাব দূর হবে। 

- ব্রণ কমবে।

Leave a Comment