আই সিরামে দূর করুন চোখের কালো দাগ 

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ১৩, ২০১৮

মানবজীবনে নানা কাজ, নানা ধরনের দুশ্চিন্তা থাকে, দিনে হাজারো ব্যস্ততা আর রাতে ঘুমহীন এক জীবন। যত্নের অভাব ও ঘুমহীনতার কারনে আমাদের চোখের নিচে ও উপরে দাগ ও ক্লান্তির ছাপ পরে। ভালো ও মানসম্মত একটি আই সিরাম ব্যবহার করলে চোখের দাগ ও ক্লান্তিভাব সহজেই দূর হয়ে যায়। কিন্তু চোখের উপরে ও নিচের চামড়া খুবই স্পর্শকাতর বা সেনসিটিভ, তাই কেনা আই সিরামের উপর ভরসা করা যায় না। তবে নিজেই ঘরে আই সিরাম খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন।

যা যা লাগবেঃ 

- অ্যালোভেরা জেল ২ চা চামচ

- বাদাম তেল ১ চা চামচ

- আলুর রস ১ চা চামচ

পদ্ধতিঃ অ্যালোভেরা জেল ও বাদাম তেল একসাথে চামচের সাহায্য ফিটে নিতে হবে পুরো এক মিনিট। তারপর ঐ মিশ্রণের সাথে আলুর রস মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। আই সিরাম একটি এয়ারটাইট পাত্রে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ১৫ দিন পর্যন্ত ভালো থাকবে।

যেভাবে ব্যবহার করবেনঃ চোখ ভালো করে ধুয়ে প্রতিদিন রাতে চোখের উপর নিচের ত্বকে আই সিরাম লাগিয়ে নিবেন। সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিবেন।

Leave a Comment