আপনার চুল ও ত্বকের যত্ন নিবে মধু

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ২৫, ২০১৮

প্রত্যেকেরই সৌন্দর্যের প্রতি আকর্ষণ থাকে। সুন্দরের লোভে আমরা দৌড়াই দূর বহুদূর, অথচ হাতের সামনে পরে থাকা সুন্দরের খবর আমরা নেইনা। তেমনই আমার ত্বক ও চুলের যত্ন নিতে নিত্য নতুন দামী পণ্য খুজি, পার্লারে যাই কিন্তু আমাদের হাতের কাছে পরে থাকা কোনো প্রাকৃতিক উপাদান কাজে লাগাইনা।

'মধু' এমন একটি প্রাকৃতিক উপাদান যা খাওয়ার সাথে সাথে আপনার ত্বক ও চুলের যত্নও নিবে। শুধু জানতে হবে ব্যবহারের সঠিক নিয়মাবলী।

ত্বকের দাগ সারাতেঃ যাদের ত্বকে দীর্ঘদিন ধরে দাগ রয়েছে, কিছুতেই সারছে না, তারা রাতে ঘুমানোর আগে দাগের উপর মধুর প্রলেপ দিয়ে ঘুমালে আস্তে আস্তে দাগ মিলিয়ে যায়।

পা ফাটা রোধেঃ পা ফাটা খুব বেশি যন্ত্রণার। পায়ের ফাটা অংশে মধুর প্রলেপ দিয়ে রাখলে পা ময়েশ্চার হয়, ফাটা কমে যায়।

ঠোঁট ফাটা রোধেঃ যাদের সারাবছর ঠোঁট ফাটে, তারা মধু আর লেবুর রস মিশিয়ে ঠোঁটে দিলে ফাটা কমে আসে।

ত্বকের গর্ত ভরাটেঃ ব্রণের কারনে অনেকের ত্বকে ছোট ছোট গর্ত হয়ে যায়, এগুলো ঠিক করতে আমরা কতনা যাতনা পোহাই, কিন্তু রাতে সমপরিমাণ মধু ও চিনি লাগিয়ে রাখলেই গর্ত মিশে যায়।

খুশকি দূর করতেঃ মাথায় অনেক খুশকি? কিছুতে যায় না। সমপরিমাণ লেবুর রস ও মধু ঘষুন মাথার তালুতে, ২০মিনিট পর ধুয়ে ফেলুন, খুশকি কমে আসবে।

চুল ঝরা কমাতেঃ চুল ঝরলে সমপরিমাণ মধু ও আমলকী রস মাথার তালু ও চুলে দিন, ৩০ মিনিট রাখুন, সপ্তাহে ৩দিন। একমাসেই যাদু।

ত্বকের শুষ্কতা রোধেঃ যাদের ত্বক খুব শুষ্ক, তারা একটু ঘি আর মধু মুখের ত্বকে ম্যাসাজ করুন, শুষ্কতা কমে আসবে একদমই।

Leave a Comment