চুলের যত্নে নারিকেল তেলের হেয়ার মাস্ক

  • তানজিলা আক্তার
  • মে ১৪, ২০১৮

নারী সৌন্দর্য চুলে। চুল ঝলমলে হলে নারীকেও টলমলে লাগে। চুল লম্বা, বড় ও স্বাস্থ্যজ্জ্বল হলে চুলে অনেক ধরনের ফ্যাশন করা যায়, নানাভাবে চুল বাঁধা যায়। তবে সৌন্দর্যময় চুল পেতে আপনাকেও প্রতিদানে চুলকে দিতে হবে সময় ও যত্ন। চুলের যত্ন না করলে চুল ঝলমলে থাকবেনা। চুলে তেল, শ্যাম্পু, কন্ডিশনারের পাশাপাশি দরকার হয় একটু আলাদা যত্ন। সেই আলাদা যত্নের নাম হলো 'হেয়ার মাস্ক।' বাজারে নানারকম হেয়ার মাস্ক আছে। কিন্তু আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন হেয়ার মাস্ক। নারিকেল তেলের হেয়ার মাস্ক চুলের জন্যে অন্যান্য মাস্কের চেয়ে বেশি উপকারী।

নারিকেল তেলের হেয়ার মাস্ক বানাতে যা যা লাগবেঃ

- নারিকেল তেল ৩ চা চামচ- মধু ২ চা চামচ

- আপেল সিডার ভিনেগার ১ চা চামচ

- ডিম ১ টি

প্রণালীঃ

- চারটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

- মাথার তালুতে বিলি কেটে মাস্কটি লাগাতে হবে, চুলের আগা গোড়ায় ভালো করে, হালকা হাতে লাগিয়ে নিতে হবে।

- ২০ মিনিট মাস্কটি রেখে দিতে হবে। 

- তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। 

- কন্ডিশনার ব্যবহার না করলেও হবে।

নারিকেল তেলের হেয়ার মাস্ক ব্যবহারে যেসব উপকার পাবেনঃ

- নারিকেল তেল চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবল।

- মধু চুলকে সিল্কি ও সুন্দর করে।

- আপেল সিডার ভিনেগারে মাথার ত্বকের ব্যাকটেরিয়া দূর হবে, খুশকি কমবে, চুলের আগা ফাটা কমবে, চুলের কোঁকড়াভাব কমে আসবে।

- চুল ঝরা অনেকাংশে কমে আসবে এই হেয়ার মাস্ক ব্যবহারে।

আর/এস 

Leave a Comment