মুখের ত্বক থেকে চামড়া উঠছে? করণীয় কী?

  • তানজিলা আক্তার
  • মে ১৮, ২০১৮

প্রশ্নঃ মুখের ত্বক থেকে চামড়া উঠছে? করণীয় কি? 

উত্তরঃ আমাদের ত্বকে নতুন কোষ জন্মাবে, পুরানো কোষ মরে উঠে যাবে, এটা স্বাভাবিক। আপনি ত্বক নখ দিয়ে খুঁটবেননা। আপনার ত্বকে এক্সফ্লোটিং স্ক্রাব ব্যবহার করুন। সপ্তাহে দুইদিন ভালো করে স্ক্রাবিং করবেন। এতে করে মরা চামড়া একেবারে উঠে যাবে, ত্বকও ভালো থাকবে। আর ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো ময়েশ্চার ব্যবহার করবেন।

আর/এস 

Leave a Comment