মুখের দাগ দূর করতে ফেস প্যাক

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • সেপ্টেম্বর ২৩, ২০১৮

নানা কারণে আমাদের মুখের বিভিন্ন অংশে কিছু দাগ হয়ে যায়। এই দাগগুলো আমাদের অনেকেরই দুশ্চিন্তার কারণ। বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক হেডস্‌, ব্রণ, মেছতা, ছুলি ইত্যাদির দাগগুলো জেদি হয়। এইসব দাগ দূর করতে আমরা বিদেশী নানারকম ফেস প্যাক ব্যবহার করি, যেগুলো দামের দিক থেকে অনেকেরই নাগালের বাইরে। আজকে এরকমই ফেসপ্যাকের কথা জানাব, যেটি মুখের দাগ দূর করার ক্ষেত্রে খুবই অনন্য ভূমিকা রাখবে।

যা যা লাগবেঃ

- এক টেবিল চামচ গুঁড়া দুধ

- কুঁচো করে কাটা মাঝারি সাইজের একটি শশা

- এক টেবিল চামচ মিষ্টি দই

প্রণালী : প্রথমে এইসব উপাদান ভাল করে ব্লেন্ড করে নিন। এরপর মুখ ভাল করে পরিষ্কার পানিতে ধুয়ে মুছে শুকিয়ে নিন। এরপর মাস্কের মতো প্যাকটি আঙুলের মাধ্যমে আলতো করে ঘষে লাগিয়ে দিন দাগযুক্ত স্থানগুলোতে লাগান। একই সাথে অন্যান্য স্থানেও লাগান। প্যাকটি লাগানো শেষ হলে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলে শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ৫ দিন করে টানা দুইমাস ব্যবহার করলে অবাঞ্ছিত দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

সূত্র : গুগল 

Leave a Comment