কোমল চুল পাবেন কলার মাস্কে! 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • সেপ্টেম্বর ২৭, ২০১৮

আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ডালনেস, খুশকিসহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব,পলিউশনের কারণে চুল হয়ে ওঠে খসখসে ও রুক্ষ, ফ্রিজি এবং পরিবেশগত কারণে ধূলোবালি খুব সহজে আটকে যায় আর শুরু হয় চুল পড়া, ড্যামেজ হওয়ার মতো হাজার সমস্যা। সৌভাগ্যক্রমে কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে আমরা রুক্ষ, নির্জীব চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এসব ঘরোয়া উপাদান দিয়ে বানানো মাস্ক ড্যামেজ চুলেকে মোলায়েম, মসৃণ আর রিজুভিনেট করে। আরেকটি কথা বলে রাখি চুলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। ঘরোয়া পদ্ধতিতে চুলকে কোমল, নমনীয় ও ঝলমলে করার একটি অন্যতম উপায় হল কলার মাস্ক।

যা যা লাগবে :

-১টি পাকা কলা

-১টি ডিম

-২-৩ চা চামচ টক দই

-২-৩ চা চামচ মধু

-১টি লেবুর সম্পূর্ণ রস 

প্রক্রিয়া : সবকিছু একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে সেটি মাথায় ১ ঘণ্টার মতো রাখতে হবে। মিশ্রণটি দেওয়ার আগে চুলে ভালো করে তেল মাসাজ করে নিতে হবে। এতে করে প্যাকটি খুব সহজে চুলে বসবে। অনেক সময় অনেকের চুলে মধু স্যুট করে না। সেক্ষেত্রে তারা মধু পরিহার করতে পারেন। এই প্যাকটি ১ ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে খুব ভালো ভাবে ধুয়ে ফেলতে হবে। তারপর কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে চুলের গোড়া যেমন মজবুত হয় তেমনি নিয়মিত ব্যবহারে চুলের রুক্ষতাও দূর হয়ে যায়। এই প্যাকটি মাসে অন্তত ২বার ব্যবহার করতে হবে।

সূত্র : গুগল 

Leave a Comment