ত্বক মসৃন না। মসৃন ত্বক পেতে কি করবো?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ১৩, ২০১৮

প্রশ্নঃ ত্বক মসৃন না। মসৃন ত্বক পেতে কি করবো?

উত্তরঃ আমাদের ত্বকের মসৃণতা বাড়িয়ে তুলতে পাকা পেঁপে অত্যন্ত বেশি মাত্রায় কার্যকরী। পেঁপেতে পেক্টিন থাকে যা আমাদের আমাদের রুক্ষ ও শুষ্ক ত্বককে খুব তাড়াতাড়ি হিল করে। হাত বা পায়ের রুক্ষতা দূর করে মসৃণ করে তুলতে পেঁপে ব্যবহার করুন। ৩ বা ৪ টুকরো পেঁপে ভালো করে মিক্সিতে বেঁটে নিন। এবার তার সাথে ২ চামচ মধু মিশিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন ১৫ মিনিট ধরে। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ভালো ফল পেতে প্রতি সপ্তাহে ২দিন এই ভাবে ম্যাসাজ করুন।

Leave a Comment