শীতে তৈলাক্ত ত্বকের যত্ন

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ১০, ২০১৮

ধুলাবালি, ঠান্ডা, কুয়াশা নিয়ে শীত আসছে। ঋতু পরিবর্তনে তাই শুরু হয়েছে ত্বকের নানা সমস্যা। এ সময় ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যাওয়ায় দরকার একটু বাড়তি যত্নের। নিয়মিত যত্নে শীতেও ত্বক হয়ে উঠবে মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল। শীতে তৈলাক্ত ত্বকে দরকার বাড়তি যত্ন। জানুন শীতে তৈলাক্ত ত্বকের যত্ন নিয়ে কিছু কথা :

- যাদের ত্বক খুব তৈলাক্ত তারা ক্লিনজিং ও ময়েশ্চারাইজিংয়ের ক্ষেত্রে অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন। 

- ঘরোয়া ময়েশ্চারাইজার হিসেবে এক্ষেত্রে টমাটোর রস খুব কার্যকর। 

- ক্লিনজিং ও টোনিংয়ের পর লেটুস পাতার রস, মধু ও লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। 

- আনারস, আপেল, পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে প্যাক ব্যবহার করতে পারেন।

- দিনে কমপক্ষে ৩ লিটার পানি পান করুন। 

- ভালো একটি সানস্ক্রিন ব্যবহার করুন।
 

Leave a Comment