পেঁয়াজের রস ব্রণ দূর করে

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • নভেম্বর ২০, ২০১৮

পেঁয়াজ যেমন খাবারে ব্যবহৃত হয়, তেমনি রুপচর্চাতেও এটি ব্যবহৃত হয় সমানতালে। ব্রণের সমস্যা দূর করতে পেঁয়াজ দারুন কার্যকরী। পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস। এই অসাধারণ সব গুণাগুন ত্বকে ব্রণের সমস্যা সমাধান করতে পারে সহজেই।

পেঁয়াজের মধ্যে আছে উচ্চ পরিমাণ ফ্ল্যাবোনয়েড, ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই। পেঁয়াজ সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সহায়তা করে, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে দিয়ে ত্বককে করে পরিশোধিত। ফলে তা ব্রণ হওয়া থেকে ত্বককে প্রতিরোধ করতে পারে।   

যেভাবে দূর করবেন ব্রণের সমস্যা : ব্রণের সমস্যা দূর করতে প্রয়োজন এক টেবিল চামচ পেঁয়াজের রস আর এক টেবিল চামচ জলপাইয়ের তেল। পেঁয়াজ কয়েক টুকরো করে কেটে রস বের করুন। এর মধ্যে জলপাইয়ের তেল দিয়ে ভালো করে মেশান। একটি তুলার বলের মধ্যে লাগিয়ে ব্রণের মধ্যে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। তবে পার্শ্বপ্রতিক্রিয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবহার করা বন্ধ করুন।

 

Leave a Comment