শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন চুল অনুযায়ী

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ১০, ২০১৯

শ্যাম্পু ও কন্ডিশনার আমরা সবসময় ব্যবহার করি চুল ঠিক রাখতে। তবে মানুষভেদে চুল ভিন্ন হওয়ায় শ্যাম্পু ও কন্ডিশনারও আলাদা হওয়া জরুরী। আসুন জেনে কি ধরনের চুলে কি ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হয়।

যে চুলে যে শ্যাম্পু

- চুল তৈলাক্ত কিংবা চুলে অতিরিক্ত তেল তেল ভাব থাকলে ব্যবহার করুন প্লেন শ্যাম্পু। প্লেন শ্যাম্পু খুব সহজেই চেনা যায়, এটি দেখতে স্বচ্ছ। ঘন ক্রিমের মতো কিংবা ডিটারজেন্ট বেস শ্যাম্পু ব্যবহার করবেন না। শ্যাম্পু করার পর তৈলাক্ত চুল নেতিয়ে পড়ে৷ তাই শ্যাম্পুর সাথে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিতে পারেন, এতে চুলের গোড়ার অতিরিক্ত তেল শুষে নেবে।

- শুষ্ক চুলে ময়েশ্চারাইজার ছাড়া শ্যাম্পু না করাই ভালো৷ শ্যাম্পু ব্যবহারের সময় খেয়াল রাখবেন ওমেগা থ্রি আছে এমন ময়েশ্চারাইজার শ্যাম্পু ব্যবহার করতে।

- চুলের ময়েশ্চার ধরে রাখে এমন শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু বেছে নেওয়ার ক্ষেত্রে এমন শ্যাম্পু বেছে নিন যাতে স্ক্যাল্পে র‍্যাশ, চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে না।

- কোঁকড়ানো চুল হলে সপ্তাহে দুইবার অলিভ অয়েল বা কাস্টার অয়েল লাগান। ময়েশ্চারাইজার শ্যাম্পু ব্যবহার করুন। সকালে শ্যাম্পু করলে ময়েশ্চারাইজার বজায় থাকবে৷

- কালারড চুলের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিন। কালারড চুলের জন্য নির্দিষ্ট শ্যাম্পু ব্যবহার করুন।

- পাতলা চুল সহজেই ঝরে পড়ে, শ্যাম্পুর পর নেতিয়ে যায়। লেবু, ফলের রস সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করুন। ফ্রুড এসিড চুলের ভলিউম বাড়ায় এবং চুলের তেল ময়লা পরিষ্কার করে।

যে চুলে যে হেয়ার কন্ডিশনার

- রুক্ষ চুলে সবসময় ময়েশ্চার ও প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করার চেষ্টা করুন। অ্যালোভেরা সমৃদ্ধ ভিটামিন-ই কন্ডিশনারও ব্যবহার করতে পারেন।

- ফ্যাটি এসিড কম আছে এমন কন্ডিশনার তৈলাক্ত চুলের জন্য ভালো।

- চুল পরিষ্কার করার পর যদি চুলে জট না পড়ে বা ভেঙে না যায় তাহলে আপনার চুল স্বাভাবিক। লিভ অন কন্ডিশনার এ ধরনের চুলের জন্য ভালো।

- কোঁকড়ানো চুলের জন্য ডিপ কন্ডিশনার ব্যবহার করতে হবে। কেননা, স্ক্যাল্পের অয়েল শেষপ্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারেনা। এজন্য জোজোবা অয়েল, অ্যাভোকাডোসমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন।

- কালারড চুলের জন্য হারবাল কন্ডিশনার ব্যবহার করা ভালো। তবে বাজারে যেসব কন্ডিশনার পাওয়া যায় সেগুলোও ব্যবহার করা যাবে।

কেএস/

Leave a Comment