শীতে চুল ভালো রাখার উপায়

  • কবিতা আক্তার
  • অক্টোবর ১, ২০১৯

আমাদের প্রায় শীতে চুল বেশি পরিমাণ ড্যামেজ হয়ে যায়। এমনি প্রচুর ঠান্ডা তাই চুলের যত্ন করতে কারোর মন চায় না। আমাদের সৌন্দর্যের আরেক বিশেষ অংশ হলো চুল। শীতে সবার চুল ভেজা ভেজা চিটচিটে হয়ে থাকে তাই আমরা যদি প্রতিদিন চুলে শ্যাম্পু লাগাই তবুও চুল একই রকম হয়ে থাকে।
চুলকে ঝরঝরে রাখার জন্য অ্যালোভেরা ব্যবহার করতে হবে।

১। প্রতিদিন শ্যাম্পুর সাথে এলোভেরা জেল ভালোভাবে মিশিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। চুলের যত্নে এলোভেরা জেল খুবই উপকারি একটি উপাদান।

২। গোলাপ জল সপ্তাহে দুইবার ব্যবহার করলে শীতে চুল যে ড্যামেজ হয়ে যায়, তা থেকে রক্ষা করে গোলাপ জল। এর জন্য কয়েকটি গোলাপের পাপড়ি পানিতে একদিন ভিজিয়ে রাখতে হবে তাহলেই গোলাপ জল তৈরি হয়ে যাবে। এটি শীতে চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করবে।

কে/এস

Leave a Comment