চুল পড়া রোধ করবে অসাধারণ এই প্যাকটি

  • কামরুন নাহার স্মৃতি
  • নভেম্বর ১, ২০১৯

চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকরী, এটা আমরা কম বেশি সবাই জানি। পেঁয়াজের রস মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে হেয়ার ফলিক তৈরি করে নতুন চুল গজাতে সাহায্য করে।

পেঁয়াজের রস মাথার তালুকে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করে। পেঁয়াজের রস মাথার তালুর বিভিন্ন সমস্যা যেমন, ফাঙ্গাস, খুশকি, ইনফেকশন থেকে রক্ষা করে। অল্প বয়সে চুল পাকা রোধ করে।

আসুন জেনে নেওয়া যাক কার্যকরী প্যাকটি।
যা যা লাগবে
১. পেঁয়াজ
২. মধু।

প্রস্তুত প্রণালী
১. প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন এবং কুচি কুচি করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. পেঁয়াজ থেকে রস আলাদা করে ফেলুন। এরপর এর মধ্যে এক বা দুই চা চামচ মধু মিশিয়ে নিন।

৩. পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে লেবুর রস বা গোলাপ জল ব্যবহার করতে পারেন।

৪. মিশ্রণটি আস্তে আস্তে মাথার তালুতে মাখুন। এরপর সারারাত রেখে দিতে পারেন অথবা কমপক্ষে ৩০মিনিট রেখে মাথা শ্যাম্পু করে নিন।

৫. সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করতে পারেন।

কে/এস

Leave a Comment