ফাটা ঠোঁটের প্রতিকার

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৩, ২০১৯

শীত মৌসুমে খুব বেশি যত্নে রাখতে হয় ঠোঁট। ঠোঁট ফাটা দেখতে যেমন খারাপ লাগে তেমনি এর যন্ত্রনাও কম নয়। ঠোঁটের সুরক্ষায় কি কি করবেন তা জানার আগে জানুন কি কি করবেন না। ঠোঁট শুকিয়ে যাওয়ায় অভ্যাসবশত বারবার ঠোঁট জিভ দিয়ে ভেজাবেন না। এতে ঠোঁট আরো শুকিয়ে যায়।

আমাদের সবারই শীত এলেই ঠোঁট ফেটে যায়। ঠোঁটকে ভালো রাখতে হলে আপনাদের দৈনন্দিন অভ্যাস পাল্টাতে হবে।

- আমরা সবাই ঠোঁট শুকিয়ে গেলে সব সময় জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে রাখি তাই সবার আগে এই অভাসটা বদলাতে হবে। এতে ঠোঁট আরো শুকিয়ে যায়। এর বদলে একটা লিপবাম অথবা লিপজেল ব্যবহার করুন।

- হাত মুখ ধোয়ার সময় অথবা দাত মাজার সময় ঠোঁটে জোরে ঘষা দেওয়া যাবে না, তাতে ঠোঁট আরো ফেটে যায়।

- রাতে শোয়ার আগে সরিষার তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিয়ে আঙুলের ডগায় আলতোভাবে ঠোঁটে মাখুন। সকালে উঠেই দেখতে পাবেন ঠোঁট কতটা নরম হয়ে গেছে ফাটার কোনো চিহ্ন মাত্র নেই।

- ঠোঁটের যত্নে বানিয়ে নিন ঘরোয়া প্যাক। কিছু গোলাপের পাঁপড়ি ছিড়ে চটকে নিয়ে মধু মিশিয়ে মন্ড বানিয়ে আলতো করে উপরের ও নিচের ঠোঁটে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন ঠোঁটে গোলাপি আভা ফুটে উঠেছে।

কে/এস

Leave a Comment