সৌন্দর্যচর্চায় অনন্য কাঠবাদাম তেল

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৮, ২০১৯

প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়ে আসছে কাঠবাদাম তেল। এটি এমন এক প্রকার খাদ্যবীজ, যার মধ্যে ত্বক পরিচর্যা এবং ঔষধী উভয় গুণই। শুধু ত্বকের যত্নেই নয়,স্বাস্থ্য সুরক্ষায়ও কাঠবাদামের উপকারিতা অপরিসীম। এতে প্রচুর পরিমানে ভিটামিন, ফাইবার ও মিনারেল রয়েছে। কাঠবাদাম হার্টকে সুস্থ রাখে, শরীরের কোলেস্টেরল কমায়, ক্যান্সার রোধ করে, শক্তি সঞ্চার করে এবং ত্বককে উজ্জ্বল রাখে। জেনে নিন ত্বকের যত্নে কাঠবাদাম তেলের কার্যকারিতা।

উজ্জ্বলতা বাড়ায়
কাঠবাদামে ভিটামিন ই রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা রাখে। নিয়মিত এ তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে ত্বক সুস্থ থাকে। এটি সূর্যের হাত থেকেও ত্বককে রক্ষা করে।

ব্রণ দূর করে
মুখের ব্ল্যাকহেডস ও ব্রণ দূর করতে সাহায্য করে কাঠবাদাম তেল। যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এ তেল উপকারী।

ময়েশ্চারাইজ ধরে রাখে
ত্বকের ময়েশ্চারাইজ ধরে রাখে কাঠবাদাম তেল। মুখে লোমগ্রন্থি বন্ধ করেনা। তাই ব্রণ হওয়ার ভয় থাকে না।

চর্ম সমস্যা দূর করে
স্কিনের যে কোন চর্ম সমস্যা দূর করে কাঠবাদাম তেল।
এতে বিদ্যমান ফ্যাটি অ্যাসিড চর্ম সমস্যা দূর করে।

দাগ দূর করে
কাঠবাদাম তেল চোখের নিচের কালো দাগ দূর করে। এছাড়া চোখের বলিরেখা এবং ফোলা ভাব কমাতেও সাহায্য করে।

বলিরেখা দূর করে
কাঠবাদাম তেল ত্বকের বলিরেখা দূর করে। প্রতিদিন কাঠবাদামের তেল দিয়ে ত্বক ম্যাসাজ করলে বলিরেখা কমে। মুখে বয়সের ছাপ কমাতেও সাহায্য করে।

মেকআপ তুলতে
ভারী মেকআপ তুলতেও কাঠবাদাম তেল ভূমিকা রাখে। তুলোয় সামান্য একটু নিয়ে পুরো মুখে লাগিয়ে মুছে নিন। একটু পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন মেকআপ একেবারেই চলে গেছে।

কে/এস

Leave a Comment