ত্বকের উজ্জ্বলতার উপায়

  • কবিতা আক্তার
  • ফেব্রুয়ারি ৫, ২০২০

আমাদের অনেকেরই ত্বক অনেক ড্যামেজ হয়ে থাকে। ত্বকের ওপর বিভিন্ন প্রডাক্ট ব্যবহার করলে ত্বক ভীষণভাবে ড্যামেজ হয়ে পরে। তাই ত্বককে ভালো রাখতে হলে নিয়মিতভাবে ত্বকের যত্ন নিতে হবে।তাই জেনে নিই যেভাবে ত্বককে ভালো ও উজ্জল রাখা যায়।
- বেসনের মাস্ক: ত্বক পরিষ্কার ও দাগ দূর করতে বেসনের মাস্ক অনেক উপকারী একটি উপাদান। এটি ত্বকের উজ্জলতা ফিরিয়ে আনে। বেসনের মাস্ক ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এটি ত্বককে কতটা উজ্জল করে থাকে।
এটি তৈরি করতে প্রথমে ২ টেবিল চামচ বেসন, ১ চা চামচ হলুদের গুড়া, ২ টেবিল চামচ দুধ বা গোলাপ জল ও তর সাথে কয়েকফোটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার বেবহার করলে ত্বকের ডেমেজতা দূর হবে এবং ত্বক আগের থেকে অনেক উজ্জল হবে।
- পাকা পেপে: ত্বকের কালচেভাব দূর করতে বেশ উপকারী। পাকা পেপে রোদে পোড়া দাগ ও ত্বকের কালচেভাব দূর করে। তাই পাকা পেপে ভালো করে চটকিয়ে নিন তারপর ত্বকে ভালো করে লাগিয়ে নিন। লাগানোর ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ দিন লাগাতে পারেন। তাহলেই এর ফলাফল বুঝতে পারবেন।

Leave a Comment