কী কী কারনে চুল লাল হতে থাকে?

  • কবিতা আক্তার
  • ফেব্রুয়ারি ১০, ২০২০

কী কী কারনে চুল লাল হতে থাকে?
১।চুলের ড্যামেজ বা অপুষ্টির কারনে চুল লাল হয়ে থাকে। সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের চুলের ড্যামেজ আর চুল লাল করে দেয়।
২। যে পানি ব্যবহার করেন তাও একটি বিশেষ কারন হতে পারে। পানিতে ক্লোরিন বা আয়রন থাকলে চুলের ভালো রকম ক্ষতি করে।
৩। আপনি যে প্রোডাক্ট চুলে ব্যবহার করেন তাতে যদি পেরাক্সাইড থাকে তবে তা চুলে ভীষন ভাবে ক্ষতি করে।
৪। চুলে অতিরিক্ত গরম কিছু লাগালে যেমন হেয়ার স্ট্রেটনার অথবা হেয়ার কালার এই সব বেশি ব্যবহার করলে চুল বাদামি রঙের হতে থাকে।
৫। চুলে অনেক বেশি পরিমানে ঘন ঘন মধু লাগালেও চুল তার স্বাভাবিক রঙ হারিয়ে ফেলে।

Leave a Comment