গরমে প্রতিদিন সকালে ২ মিনিটের ঝটপট রূপচর্চা

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মে ২৮, ২০২০

গরমে আমাদের ত্বকে দেখা দেয় নানা সমস্যা। একটু সতেজ থাকতে তাই বাহিরে বের হওয়ার আগে আমরা নিজেদের ত্বকের সাথে কতকিছুই না করে থাকি। কিন্তু বাহিরে বের হলেই দেখা যায় সেই সতেজতা গায়েব। চিন্তা নেই আজকে আমরা তাই আপনাদের জন্য নিয়ে এসছি গরমে আপনার ত্বকে সারাদিনের সতেজতা ধরে রাখার উপায় আর সেটা করতে বেশি সময় ও লাগবে না মাত্র ২ মিনিটেই আপনি পেয়ে যাবেন সারাদিনের সতেজতা ।                                       
                
(১) সকালে উঠে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। পানির ঝাঁপটায় মুখ ধুয়ে কেমিক্যাল বিহীন বা মৃদু কোনো ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে মুছে নিন ভালো করে।

(২) ২ কাপ পানিতে গোটা লেবুর রস চিপে মিশিয়ে নিন অথবা ২ কাপ পানিতে ৩ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন কিংবা গ্রিন টি তৈরি করে নিয়ে বরফ হতে দিন রাতেই। যাতে সকালে উঠে ব্যবহার করতে পারেন।

(৩) একটি নরম পরিষ্কার কাপড়ে দু টুকরো বরফ পেঁচিয়ে নিন। এই বরফ পুরো মুখের ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিন। 

(৪) পুরো বরফ না গলা পর্যন্ত বরফ মুখে ঘষুন। এরপর মুখে হালকা পানি দিয়ে ধুয়ে মুখ মুছে নিন।

সূত্র : গুগল 
            

Leave a Comment