ভিটামিন ই ক্যাপসুল এর ব্যবহার এবং কার্যকারিতা জানুন!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৪, ২০২০

কি কি অবস্থায় ভিটামিন ই ব্যবহার করবেন?

- স্কিন রুক্ষ ও শুষ্ক হয়ে থাকলে।

- ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারালে।

- একনি, ব্ল্যাকহেড, স্কার বা বসন্তের দাগ তুলতে মেচেতা পড়লে।

- ডার্কসার্কেল দূর করতে।

- গলা, কনুই, কোমরে ব্ল্যাক স্পট দূর করতে।

- রেখা বা কুঞ্চিত ত্বক বা ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ মসৃন ও ঠিক রাখতে।

- গলা, কনুই, কোমরে ব্ল্যাক স্পট দূর করতে।

আরো পড়ুনঃ ডিপথেরিয়ার লক্ষণগুলো কী কী?

- বলিরেখা বা কুঞ্চিত ত্বক বা ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ মসৃন ও ঠিক রাখতে।

- চুলের ম্যাড়মেড়ে ভাব দূর করে তারুণ্য ফিরিয়ে আনতে ও নতুন চুলের এক্সফোলিয়েশন ঘটাতে।

কতটা কার্যকর ভিটামিন ই ত্বকে?

ভিটামিন ই এর বহুল ব্যবহারের সাথে আমরা পরিচিত। কিন্তু তার সিংহ ভাগটাই রয়েছে চুলকে কেন্দ্র করে। ক্যাপসুল সাধারণত খাবার নিদান দেয়া হয় খনিজের ঘাটতি মেটাতে। কিন্তু ত্বকে ক্যাপসুল অয়েল এর কার্যকারিতা নিয়ে সেভাবে আলোকপাত করা হয়নি।

এতে থাকা টোকেফেরোল নামে এন্টি এক্সিডেন্ট ত্বককে ফ্রি রাডিক্যাল এর হাত থেকে রক্ষা করে। এর মধ্যে আছে এন্টি এজিং উপাদান যা ত্বকের অকাল বার্ধক্য আটকায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখে। প্রাকৃতিক ময়শ্চারাইজার এর কাজ করে এমনকি ক্ষতিকারক সূর্যরশ্মির প্রভাব থেকেও বাঁচায়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment