ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দেখে নিন আলুর কয়েকটি ফেসপ্যাক!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৫, ২০২০

আলুতে আছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিংক। আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের উপরিভাগের রং হালকা করে, কালো দাগ দূর করে এবং ত্বকে একটা সুন্দর উজ্জলতা এনে দেয়।

আলু, মুলতানি মাটি ও গোলাপজল: এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১/২ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। গলা ও মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে এটি না লাগানোই ভালো।

আলু, টমেটোও টকদই: ১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টক দই ভালো করে মিশিয়ে গলায় ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ স্কুলের টিফিনে নুডলসের রেসিপি

 ‌আলু, টমেটো ও দুধের সর: ১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১/২ চা চামচ দুধের সর একসাথে মিশিয়ে গলায় ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে ফেলুন।

আলু, স্ট্রবেরী ও মধু: অর্ধেক আলু ও ১ টা স্ট্রবেরি একসাথে পেস্ট করে নিতে হবে। এর সাথে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।

আলু, টকদই ও হলুদ: ১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টকদই,১ চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment