এক উপাদান ব্যবহারে দূর হবে জেদি ছুলি!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৫, ২০২০

অনেকেই ত্বকে ছুলির সমস্যায় ভুগে থাকেন। এক্ষেত্রে ত্বকের বিভিন্ন স্থানে সাদা গোলাকার দাগ হয়ে থাকে। দেখতে অনেক বিশ্রী লাগে। নারী-পুরুষ ও শিশুদের ত্বকে এই সমস্যা হতে পারে। এটি এক ধরনের চর্মরোগ। ‌ এক্ষেত্রে এলার্জি সমস্যা আছে কিনা, তা পরীক্ষা করে কারণ নির্ণয় করা ভালো হবে। এছাড়াও উত্তপ্ত, আর্দ্র আবহাওয়া, তৈলাক্ত ত্বক, হরমোন পরিবর্তনজনিত কারণে ছুলি হয়ে থাকে। এর প্রতিকারে ওষুধ ছাড়াও রয়েছে ঘরোয়া সমাধান। যা কাজ করে অল্প কয়েকদিনেই।

আরো পড়ুনঃ হঠাৎ ওজন কমে যাওয়া রোগের লক্ষণ

ঘরে থাকা পেঁয়াজ ব্যবহার করেই ছুলি থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য প্রয়োজন পেঁয়াজের রস ও মধু। একটি পেঁয়াজ বেটে তার রস বের করে নিতে হবে। এরপর কাচের পাত্রে আধা চা চামচ বিশুদ্ধ মধু ও পেঁয়াজের রস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তুলা দিয়ে মিশ্রণটি চুলের ওপর লাগিয়ে হালকা করে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। ১০ মিনিটের মত এটা রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এ পদ্ধতিতে দিনে দুইবার করে নিয়মিত ব্যবহার করতে হবে। কয়েকদিনের মধ্যে ছুলির দাগ হালকা হতে শুরু করবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment