খুশকি দূর করার ঘরোয়া কার্যকরী উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৬, ২০২০

খুশকি দূর করার জন্য অ্যালোভেরাকে ব্যবহার করতে চাইলে অ্যালোভেরা হেয়ার মাক্স ব্যবহার করতে পারেন। এই মাস্কটা খুশকি দূর করার ঘরোয়া কার্যকরী উপায়। এই মাস্কটা খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে। পাশাপাশি নানা সমস্যার সমাধান দেবে।

অ্যালোভেরার হেয়ার মাক্স তৈরীর পদ্ধতিঃ

প্রয়োজনীয় উপাদান

- অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ,

- পেঁয়াজের রস ১ কাপ,

- ভিটামিন ই ১টি 

আরো পড়ুনঃ ঘরের কাজের মাধ্যমেই গড়ে তুলন আকর্ষণীয় ফিগার

তৈরি ও এপ্লাই করার পদ্ধতিঃ

পেঁয়াজের রস বের করার জন্য মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে পেঁয়াজগুলো কে প্রেম করে নিতে হবে। ব্লেন্ড করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে রস বের করে নিতে হবে। এরপর একটু পরিষ্কার পানিতে ২ চামচ অ্যালোভেরা জেল, ১ কাপ পেঁয়াজের রস ও একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে উপাদান তিনটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

উপাদানগুলো মিশে গেলে তৈরি হয়ে যাবে এলোভেরা হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক তৈরি হয়ে যাবার পর এটা আংগুলের ডগায় মধ্যে লাগিয়ে মাথার তালুর মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে করে লাগাতে হবে। এটি লাগিয়ে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১৫ মিনিট পর ব্যবহারের হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment