নতুন চুল গজানোর ঘরোয়া উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৯, ২০২০

বিশেষজ্ঞরা সব সময় চুল পড়া রোধে ঘরোয়া যত্ন এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধে যেসব উপাদান কাজ করে।

পেঁয়াজের রসঃ চুল পড়া বন্ধে পেঁয়াজের রস দারুণ কাজ করে। শুধু চুল পড়া বন্ধ হবে তাই নয়, নতুন চুলও গজাবে। গোসলের এক ঘন্টা আগে পেঁয়াজের রস চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান, এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আমলকীঃ চুলের গোড়ায় আমলকীর তেল ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় স্তনে ফুটো! এটা কি ভয়ের কিছু? 

মেথিঃ আধাকাপ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে বেটে চুলে লাগান। একঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিমের কুসুমঃ ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন। চুলের গোড়ায় গোড়ায় তা লাগান। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেলঃ নারকেল তেল সামান্য গরম করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন. একঘন্টা রেখে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment