চুল শুকানোর সময় যে ভুলগুলি কখনোই করবেন না

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১, ২০২০

হেয়ার কেয়ার এক্সপার্টরা বলেন পুরোপুরি ভেজা চুলে কখনওই ড্রায়ার দেবেন না। চুল পাখার হাওয়ার ৮০ শতাংশ শুনিয়ে যাওয়ার পরই ব্লো-ড্রাই করুন।

একেবারেই সমস্ত চুলে ব্লো-ড্রাই করার প্রবণতা অনেকেরই থাকে। কিন্তু সেটা করলে চুল কখনওই তাড়াতাড়ি শুকনো সম্ভব নয়। চুল সর্বদা একাধিক ভাগে ভাগ করে নিয়ে পার্ট বাই পার্ট শুকিয়ে নিন। তাড়াতাড়ি হবে।

আরো পড়ুনঃ মজাদার ও সুস্বাদু ম্যাঙ্গো এন্ড চিজ কেক

চুল শুকানোর জন্য তোয়ালে বা গামছা দিয়ে চুল ঝাড়েন অনেকে। কিন্তু বিশ্বাস করুন এতে চুলের পানি ঝড়লেও চুলের অনেক ক্ষতি হয়, চুল রাফ হয়ে যেতে পারে। তাই এমনটা কখনওই করবেন না।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment