ফেস সিরাম কি এবং সিরামের উপকারিতা জানুন!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ২, ২০২০

ফেস সিরাম হলো বেসিক্যালি একটি উচ্চ ঘনত্ববিশিষ্ট শক্তিশালী উপাদান যা খুব কম সময়ে ত্বকের গভীরে পৌঁছায়। এটির মলেকিউলস ফর্মুলা ত্বকের বিশেষ বিশেষ সমস্যা গুলি কে চিহ্নিত করে কার্যকরী সুরাহা প্রদান করে। ত্বকের বলিরেখা, দাগ ছোপ, স্ক্রিনটোন ও টেক্সচার এর মতো দিকগুলিকে টার্গেট করে সমাধান করে।

আরো পড়ুনঃ আপনার ইফতারে রাখুন পেঁপে কলার স্বাস্থ্যকর স্মুদি

উপকারিতাঃ ফেস সিরাম ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলে বহুগুণে। স্কিনে ঝকঝকে ভাব বৃদ্ধি করে। ত্বকের এপিডার্মিস লেভেলে গিয়ে পুষ্টি যোগায়। বয়সের ছাপ পড়তে দেয়না সহজ এবং তারুণ্য ফিরিয়ে আনে। স্কিনের কোঁচকানো ও কুঁকড়ে যাওয়া রোধ করে ডার্ক সার্কেল ও দাগ নিমেষে দূর করে দেয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment