জেনে নিন ঘরোয়া উপায়ে দাঁত একদম সাদা ঝকঝকে করার টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১৬, ২০২০

দাঁত প্রতিদিন ব্রাশ করলেও কারোর কারোর দাঁতে হলুদ ছোপ পড়ে যায়। আর তার সঙ্গে মুখে দুর্গন্ধ ছড়ায়। মানুষের সঙ্গে কথা বলতে ইতস্ত বোধ হয়। এটি থেকে দূর হতে আপনাকে একটা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে হবে। এ পদ্ধতি ব্যবহারে আপনার দাঁত যেমন চকচক করবে তার সাথে সাথে মুখের দুর্গন্ধ দূর হবে।

আপনার বাড়ির কোন সমস্যা থাকলে তা থেকেও মুক্তি পাবেন। সেই পদ্ধতিটি কি তাহলে আসুন জেনে নেওয়া যাক। এর জন্য দরকার কিছু সাধারণ উপাদান। টুথপেস্ট, বেকিং সোডা, লবণ, লেবুর রস ও কফি। এবার প্রথমে একটি ছোট পাত্রে পরিমাণমতো টুথপেস্ট নিন। তারপর এর সাথে অর্ধেক চামচ বেকিং সোডা নিন, এর ওপর অল্প লবণ দিন।

আরো পড়ুনঃ বিয়ে বাড়ির স্টাইলে জর্দাপোলাও

তারপর একসাথে অর্ধেক চামচ পাতিলেবুর রস দিয়ে সব জিনিস ভালো করে মিশিয়ে নিন। ভালোভাবে মিশ্রণটি বানিয়ে নিন। মিশ্রণটি বানানো হয়ে গেলে সেটিকে ব্রাশে করে নিয়ে দাঁত মাজুন।এটি একবার ব্যবহারে আপনি চোখে পড়ার মত পার্থক্য লক্ষ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment