৩ টি কার্যকরী উপায় জেনে নিন, পিম্পলস মুক্ত ত্বকের জন্য!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ১৬, ২০২১

পিম্পলসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য।

১. আলু'র প্যাকঃ আলু ছোট ছোট টুকরো করে নিয়ে মুখের যেখানে পিম্পলস হয়েছে সেখানে ৩ থেকে ৪ মিনিট ঘষে ভালভাবে মুখ ধুয়ে নিন। আপনার মুখের পিম্পলস কমিয়ে দিতে সক্ষম হবে কাঁচা আলুর রস।

২. ব্রাউন'সুগার প্যাকঃ একটি পাত্রে ৩ চা চামচ ব্রাউন সুগার এবং ১ চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি আপনার পুরো মুখে ভালভাবে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। মধু ও ব্রাউন সুগারের প্যাকটি স্ক্রাবের কাজ করবে এবং আপনার মুখকে ঝকঝকে পরিস্কার করে তুলবে।

আরো পড়ুনঃ ডাব চিংড়ি 

৩. দারচিনির প্যাকঃ দারচিনি যেমন খাবারে সুগন্ধ সৃষ্টি করে, ঠিক তেমন আপনার মুখের সৌন্দর্য্য বাড়াবে তেও সাহায্য করে খাদ্য দ্রব্যটি। প্রথমে কয়েকটি দারচিনিকে মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। এরপর ১ চা চামচ মধু এবং বেসন এই দারচিনির সঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। প্যাকটিও ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে সামান্য উষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment